বগুড়ায় যুবককে অপহরণ করে মুক্তপণ দাবি, গ্রেপ্তার ৩

বগুড়ায় এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2019, 11:04 AM
Updated : 27 Jan 2019, 11:04 AM

সদর থানা পুলিশ শনিবার রাতে জেলা শহরের খান্দার এলাকা থেকে অপহৃত ওই যুবককে উদ্ধার করে তিনজনকে গ্রেপ্তার করে।

অপহৃত সাকিবুল ইসলাম (২০) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দামরুল গ্রামের রকিফুল ইসলামের ছেলে।

তিনি শহরের মফিজ পাগলার মোড় এলাকায় বিআইআইটি নামে এক ডিপ্লোমা প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানে টেক্সটাইল বিভাগে দ্বিতীয় বর্ষে পড়েন।

গ্রেপ্তররা হলেন- বগুড়া শহরের খান্দার নতুনপাড়ার আবুল কালামের ছেলে রেজাউল ইসলাম রিয়াদ (২৪), মালগ্রাম দক্ষিণপাড়ার ওয়াদুদ সরকারের ছেলে ওয়াহেদ ফারুকী মেঘ (১৯) ও একই এলাকার মো.ইদ্রিসের ছেলে মো.সজিব (২৫)।

সদর থানার এসআই সোহেল রানা জানান, সাকিবুল সেউজগাড়ি এলাকার একটি মেসে থাকেন। শনিবার সকালে তিনি বিআইআইটিতে ব্যবহারিক পরীক্ষা দিতে যান।

মেসে ফেরার পথে বেলা দেড়টার দিকে খান্দার তিনমাথা এলাকায় চারজন সাকিবুলকে ধারালো অস্ত্রের মুখে রিকশা তুলে নিয়ে যায়।

“এরপর মোবাইল ফোনে তার বাবার কাছে কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে সাকিবুলকে হত্যার হুমকি দেওয়া হয়।”

এ ঘটনায় সাকিবুলের বাবা রোববার সকালে সদর থানায় চার জনের বিরুদ্ধে মামলা করেন বলে এসআই জানান।

তিনি বলেন, সাকিবুলের বাবা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের পাঁচ হাজার ১০০ টাকা দেন। অবশিষ্ট টাকা রাতে খান্দার এলাকায় দেওয়ার কথা বলা হয়।

রাত ১০টার দিকে ওয়াহেদ টাকা নিতে আসলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে সাকিবুলকে উদ্ধার এবং রিয়াদ ও সজিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় সোহেল রানা নামে একজন পালিয়ে যায়।

তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে এসআই জানান।