ট্রলার ডুবে নিখোঁজ ২০: তিনজনের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবে ২০ শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনায়  মামলা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2019, 06:23 PM
Updated : 18 Jan 2019, 06:25 PM

জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, শুক্রবার রাতে বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম গজারিয়া থানায় এ মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি ট্রলারের সারেং মো. হাবিব (৫৫)। তিনি মাদারীপুরের শিবচর থানার হাজী শুকুর হাওলাদারকান্দি গ্রামের করিম বেপারির ছেলে।

এছাড়া ট্রলারমালিক নারায়ণগঞ্জের ফতুল্লার আকবরনগর গ্রামের মন্নাম দেওয়ানের ছেলে জাকির দেওয়ান (৪৫) ও ধাক্কা দেওয়া জাহাজের অজ্ঞাতনামা চালক।

হাবিব ও জাকির পলাতক রয়েছেন।

পুলিশ সুপার বলেন, বেপরোয়াভাবে নৌযান চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে প্রাণহানির অপরাধে ২৮০/৩০৪ এর (ক) ধারায় মামলাটি করা হয়েছে।

আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

সোমবার রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের মেঘনায় জাহাজের ধাক্কায় জাকির দেওয়ান নামের মাটিবোঝাই ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারের ৩৪ শ্রমিকের মধ্যে ১৪ জন তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন ২০ জন।