বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে অবসরপ্রাপ্ত পুলিশের মৃত্যু

গোপালগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2019, 11:34 AM
Updated : 8 Jan 2019, 11:39 AM

সদর থানার এসআই মো. বকুল হোসেন জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামে আজম সরদার (৫০) নামে এই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়।

আজম ওই গ্রামের সিদ্দিক সরদারের ছেলে।

এসআই বকুল বলেন, ওই গ্রামের আমজাদ আলী শেখের ছেলে মিকাইল ও নূর ইসলাম শেখ নামে দুই ব্যক্তি বিলের মধ্যে ইঁদুর থেকে ধানবীজ রক্ষার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতেন।

“মঙ্গলবার ভোরে আজম ওই এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।”

ঘটনার পর থেকে মিকাইল ও নূর ইসলাম গা ঢাকা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।