কক্সবাজারে নারী কাউন্সিলরকে ‘লাঞ্ছিত’, আ. লীগ নেতা গ্রেপ্তার

কক্সবাজার পৌরসভার এক নারী কাউন্সিলরকে লাঞ্ছিত করার অভিযোগে ‘মদ্যপ’ অবস্থায় কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের এক নেতাসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2018, 04:34 PM
Updated : 22 August 2018, 04:34 PM

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ডা. খলিলুর রহমান সড়কে ওই ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার বিকালে এ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।  

গ্রেপ্তাররা হলেন কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সিরাজের পাড়ার মৃত নুরুচ্ছফার ছেলে ও মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম আজিজুল হক চৌধুরী (৪৫), কক্সবাজার সদরের পোকখালী ইউপির পশ্চিম সিকদার পাড়ার মৃত বদিউজ্জামানের ছেলে  নাসির উদ্দিন (৫৬) এবং কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউপির  বাকখাঁলী গ্রামের ওবায়দুল হোসেনের ছেলে নুরুল সুলতান (৩৫)।

ওসি মাঈন উদ্দিন বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে কক্সবাজার পৌরসভার এক নারী কাউন্সিলর চিকিৎসকের কাছে যাচ্ছিলেন।

“পথে শহরের বিজিবি ক্যাম্প এলাকায় তিন মদ্যপায়ী তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়।”

ওসি বলেন, এ সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে মদ্যপরা স্থানীয় বাসিন্দা নুরুল সুলতানের  বাসায় আশ্রয় নেয়। তখন ঘটনাস্থলে উপস্থিত লোকজন বাড়িটি ঘিরে রাখে। 

“পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে থানা নিয়ে আসে।”

ওসি বলেন, এ ঘটনায় হয়রানির শিকার নারী কাউন্সিলর মঙ্গলবার রাতেই তাদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন।

"পরে পুলিশ ঘটনাটি প্রাথমিক তদন্ত করে বুধবার বিকালে মামলা নথিভুক্ত করেছে।” 

গ্রেপ্তারদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান মাঈনুদ্দিন।