দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাক্টর চাপায় এক জুটমিল শ্রমিকের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
Published : 13 Aug 2018, 12:04 PM
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার হুসনা এলাকায় ‘রুপালী জুট মিলের’ সামনে এ দুর্ঘটনা ঘটে বলে বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল জানান।
নিহত আফসার আলী (৪২) বিরলের পূর্ব মহেশপুর গ্রামের শওকত আলীর ছেলে। তিনি ওই জুটমিলের শ্রমিক ছিলেন।
আহতরা হলেন- একই জুটমিলের শ্রমিক হুমনা গ্রামের শফিকুল ইসলাম (৩৯) ও আল-আমীন (৪০)। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকালে তিন শ্রমিক জুট মিলের সামনের রাস্তা পার হচ্ছিলেন।
“এ সময় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আফসার মারা যান।”
তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরসহ চালক ও তার সহকারীকে আটক করেছে এলাকাবাসী। তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।