খুলনায় ট্রাক চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছে।
Published : 12 Aug 2018, 06:37 PM
রোববার বেলা আড়াইটার দিকে ফুলতলা উপজেলায় খুলনা-যশোর মহাসড়কের সুপার জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ফুলতলা থানার এসআই আবদুল আলিম জানান।
নিহত মো. লিটন (৩২) নড়াইলের কালিয়া উপজেলার পেরোলি গ্রামের আকবর সরদারের ছেলে। তিনি ফুলতলা এলাকাতেই ভ্যান চালাতেন।
এসআই আলিম বলেন, খুলনা থেকে যশোরগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা গাছের চারাবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক লিটন নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাক ফেলে রেখে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।