যৌন হয়রানির অভিযোগে হাবিপ্রবি শিক্ষক বরখাস্ত

স্নাতকোত্তরের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2018, 10:19 AM
Updated : 30 July 2018, 10:19 AM

সোমবার তাকে বরখাস্ত করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বরখাস্ত রমজান আলী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক।

রেজিস্ট্রার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,

গত বছরের ২০ জুলাই রমজান আলীর বিরুদ্ধে এমএস অধ্যয়নরত এক ছাত্রীর লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।

“বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত ওই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাকে আগেই গবেষণা তত্ত্বাবধায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার চাকরি স্থায়ীকরণ স্থগিত রাখা হয়েছিল।”

তার বরখাস্তের দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি চলাকালে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান তিনি।

তাছাড়া রমজান আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটির সুপারিশ পরবর্তী রিজেন্ট বোর্ডে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার।

এদিকে রমজান আলীকে বরখাস্তের দাবিতে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ‘প্রগতিশীল শিক্ষক ফোরাম’ আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

একই দাবিতে এর আগে শিক্ষার্থীরাও বিভিন্ন সময়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।