
‘প্রায়শ্চিত্তের’ নামে তরুণীকে সালিশে ন্যাড়া, মামলা
নীলফামারী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2018 11:20 PM BdST Updated: 12 Jul 2018 11:37 PM BdST
নীলফামারী সদর উপজেলায় ‘প্রায়শ্চিত্তের’ নামে সালিশে সনাতন ধর্মের এক তরুণীকে ন্যাড়া করে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
ওই তরুণীর মা বাদী হয়ে বুধবার সন্ধ্যায় মামলাটি করেন বলে নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার জানান।
মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়েছে।
গত ১০ জুলাই সদরের রামনগর ইউনিয়নে চাঁদেরহাট কলেজপাড়ায় গ্রাম্য সালিশে প্রায়শ্চিত্তের নামে ওই তরুণীকে ন্যাড়া করে দেন সমাজপতিরা।
মামলার বাদী বলেন, ২০১৩ সাল থেকে তার মেয়ে জেলা সদরের একটি পরচুলা তৈরির একটি কারখানায় কাজ করে। কর্মস্থলে যাওয়া আসার পথে পরিচয়ে পর এক মুসলিম ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার মেয়ের। তার সূত্র ধরে গত ২ জুলাই ওই ছেলের বাড়ি চলে যায় মেয়ে।
“পরে গত ৯ জুলাই ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ সালিশের মাধ্যমে মেয়েকে বাড়িতে নিয়ে আসি।এরপর বিষয়টি নিয়ে ১০ জুলাই আমার বাড়িতে একই গ্রামের দ্বীনবন্ধু রায়, পুস্প রায় ও সদানন্দ রায়সহ অন্তত ২০ জন সমাজপতি সালিশ বসায়।”
মেয়েকে প্রায়শ্চিত্ত করতে হবে বলে তারা সালিশে সিদ্ধান্ত নিয়ে মেয়েকে ন্যাড়া এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেন ওই তরুণীর মা।
তিনি বলেন, “এসময় আমি ও আমার শাশুড়ি প্রতিবাদ করলে তারা আমাদের এক ঘরে করে দেওয়ার হুমকি দেয়। ঘটনার পর তাদের হুমকির কারণে বিচার চাওয়ার সাহস পাইনি।”
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই প্রদীপ কুমার ব্যানার্জী জানান, ঘটনার পর বুধবার গ্রামের দ্বীনবন্ধু রায় (৪৩), পুস্প রায় (৪৫) ও সদানন্দ রায়কে (৩০) আটক করা হয়।
“মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।”
ওসি বাবুল বলেন, গ্রেপ্তার তিন ব্যক্তি মামলার নামীয় আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- চকবাজারের আগুনের সূত্রপাত কীভাবে
- চুড়িহাট্টার অগ্নিকাণ্ড: ক্যানেস্তারাগুলো কাজ করেছে ‘বোমার মত’
- ‘তুই বেঁচে আছিস!’
- অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল নবি
- টেস্ট দলে সৌম্য
- বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ড টেস্ট দলে অ্যাস্টল
- নরককুণ্ডের ক্ষেত্র যেন ‘তৈরি হয়েই ছিল’
- বিশ্ব-রাজিথার দারুণ বোলিংয়ে আগ্রাসী ডি কক
- চকবাজারে আগুন: অবহেলাজনিত প্রাণনাশের মামলা
- প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচ মিরপুরে