রাজশাহীতে গণগ্রেপ্তারের অভিযোগ বিএনপির

রাজশাহী সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গণগ্রেপ্তার ও প্রশাসনের হয়রানির অভিযোগ তুলেছে বিএনপি।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2018, 03:16 PM
Updated : 10 July 2018, 03:16 PM

গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ সোমবার রিটার্নিং অফিসার আমিরুল ইসলামকে লিখিত অভিযোগ দিয়েছেন।

মহানগর বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, কোনো মামলা কিংবা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হক, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল হক, বিএনপি কর্মী রায়হান ইসলাম ও হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে।

এছাড়াও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, পুলিশি হয়রারি, মামলা প্রদানসহ বিভিন্ন উপায়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এই ধরনের কর্মকাণ্ড নির্বাচন কমিশনের নিদের্শনার পরিপন্থি বলেও অভিযোগে বলা হয়।

নির্বাচন কমিশন সম্প্রতি রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার না করার নির্দেশনা দিয়েছে।

অভিযাগ জমা দেওয়ার সময় অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল ডিকেন, বিএনপি নির্বাচনী কমিটির সহকারী এজেন্ট মাহফুজুল হাসনাইন হিকোল, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিন আহম্মেদ ও রাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামসু উদ্দিন চৌধুরী শামীম উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার আমিরুল ইসলাম বলেন, বিএনপির অভিযোগ খতিয়ে দেখা হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তার সবগুলোই গ্রহণ করা হবে।

আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন।