ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় খালের পানিতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু হয়েছে।
Published : 26 Jun 2018, 07:21 PM
মঙ্গলবার বিকালে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক জানান।
নিহতরা হল নূরপুর গ্রামের মোতালিব মিয়ার মেয়ে শারমিন (৮) ও চতরপুর গ্রামের মিজান মিয়ার মেয়ে জান্নাত (৮)। দুজনই নূরপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান বলেন, বিকালে বাড়ির পাশের ওলিয়াজুড়ি খালে গোসল করতে যায় শারমিন ও জান্নাত। গোসলের সময় দুজনেই সবার খালের পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী খালের পানিতে তাদের ভাসমান দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।
পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।