মাদারীপুরে আ. লীগের সংঘর্ষ, ঘরবাড়িতে আগুন

মাদারীপুর সদরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2018, 11:45 AM
Updated : 3 April 2018, 11:45 AM

কালিকাপুর এলাকায় সোমবার মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চলা সংঘর্ষে অনেক বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কালিকাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এজাজ আকনের সঙ্গে একই ইউনিয়নের শাহেবালি মাদবরের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।

“এর জের ধরেই সোমবার রাতে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

স্থানীয়দের বরাত দিয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, সংঘর্ষে শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্তত ২০টি বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।

ওসি কামরুল বলেন, রাতেই খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। বর্তমানে এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক যুবকে আটক করেছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা যায়নি বলে তিনি জানান।