মামলা জটিলতার কারণে প্রায় ১৫ বছর পর সিলেটের ফেঞ্চুগঞ্জের পাঁচটি ইউনিয়নে বৃহস্পতিবার ভোটগ্রহণ হবে।
Published : 28 Mar 2018, 09:44 PM
২০০৩ সালের ১ মার্চ সর্বশেষ ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও ও ঘিলাছড়া ইউনিয়নে ভোট হয়। আর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ২০১১ সালে নতুন ইউনিয়ন গঠন করায় সেখানেও এবার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫০ জন ও সদস্য পদে ২৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।