চাঁদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

চাঁদপুর সদরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2018, 12:28 PM
Updated : 25 March 2018, 02:07 PM

রোববার দুপুরে ইব্রাহিমপুর ইউনিয়নের ঈদগাঁ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এরা হলো ঈদগাঁ বাজারের গাজী বাড়ির জাহাঙ্গীর হোসেন গাজীর মেয়ে মরিয়ম আক্তার (৫), স্বপন ঢালীর মেয়ে  শ্রাবন্তী আক্তার (৫) এবং বাকের গাজীর মেয়ে বাকিয়া আক্তার (৪)।

ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মান্নান গাজী জানান, দুপুরে গ্রামের কয়েকজন শিশু প্রতিদিনের মতো মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে নদীর পাশে বালি কাটায় সৃষ্ট গর্তে পড়ে যায় এই তিন শিশু।

সঙ্গীদের বরাত দিয়ে মান্নান গাজী বলেন, গোসল শেষে অন্য শিশুরা বাড়িতে ফিরলেও এই তিনজন নিখোঁজ থাকে। কিছুক্ষণ পর নদীর পাশের ওই গর্তের পানিতে তাদের দেহ ভেসে উঠলে স্থানীয়রা নদীর পাড়ে তুলে আনে।

“পরে স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে আনলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।”

ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, চরাঞ্চল থেকে কোনো মুমূর্ষু রোগীকে চাঁদপুর সদর হাসপাতালে দ্রুত আনার কোনো ব্যবস্থা নেই। এ কারণে এই তিন শিশুকে হাসপাতালে আনা সম্ভব হয়নি।

বিকালে তাদেরকে নিজ নিজ বাড়িতে দাফন করা হয়েছে।