বাগেরহাটে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

বাগেরহাটের শরণখোলায় ট্রাক উল্টে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আটজন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2018, 11:58 AM
Updated : 7 Feb 2018, 11:58 AM

বুধবার উপজেলার রায়েন্দা-তাফালবাড়ি সড়কের লাকুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শরণখোলা থানার ওসি কবিরুল ইসলাম জানান।

নিহতরা হলেন উপজেলার রায়েন্দা ইউনিয়নের চাল রায়েন্দা গ্রামের আব্দুল মান্নান মীরের ছেলে তুহিন মীর (৩৮) ও একই উপজেলার তাফালবাড়ি গ্রামের পুলিন হালাদারের ছেলে পলাশ হালদার (৩০)।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা সবাই শরণখোলার পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন।

ওসি কবিরুল বলেন, একটি ট্রাক ১৫ জন শ্রমিক নিয়ে রায়েন্দা থেকে তাফালবাড়ির যাচ্ছিল। ট্রাকটি লাকুড়তলা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে ১০ শ্রমিক গুরুতর আহন হন।

“তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তুহিন মীর ও পলাশ হালদারের মৃত্যু হয়।”