যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদ স্থানীয়দের

ঐতিহাসিক যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদ মানববন্ধন করেছে স্থানীয়রা।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 08:09 AM
Updated : 17 Jan 2018, 08:34 AM

‘সচেতন যশোরবাসী’ ব্যানারে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

এতে রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বর্তমানে যশোর-বেনাপোল মহাসড়ক নামে পরিচিত এ সড়ক ধরেই একাত্তরে ভারতে যায় হাজার হাজার বাংলাদেশি শরণার্থী। আর এ সড়কের শরণার্থীদের ঢল নিয়ে মার্কিন কবি অ্যালান গিন্সবার্গ লিখেন বিখ্যাত সেই কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’।

যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশের দুই হাজার ৩১৩টি গাছ আছে বিভিন্ন গণমাধ্যমের খবর। মহাসড়কটি চার লেনে উন্নীত করার প্রক্রিয়ায় দুপাশে থাকা গাছগুলো কাটা পড়ার ঝুঁকিতে রয়েছে।

বর্তমানে যশোর-বেনাপোল মহাসড়ক

গত ৬ জানুয়ারি যশোর জেলা প্রশাসনের মতবিনিময় সভায় যশোর-বেনাপোল মহাসড়কের ওই গাছগুলো কেটে ফেলার বিষয়ে কথা হয়। পরে বিষয়টি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য ইকবাল কবীর জাহিদ, জাতীয় পার্টির নেতা মাহবুবুল আলম বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুণ-অর-রশিদ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু ও যুব মৈত্রীর জেলা সভাপতি অনুপ কুমার পিন্টু।

বক্তারা বলেন, যশোর-বেনাপোল মহাসড়কে জমিদার কালী পোদ্দারের লাগানো গাছগুলো শতাব্দীকাল ধরে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছে। মহান মুক্তিযদ্ধের স্মৃতি বিজড়িত যশোর রোডের উন্নয়ন চায় যশোরবাসী। তবে প্রায় আড়াই হাজার গাছ রেখে তা করতে হবে।

গাছ কাটার এ সিদ্ধান্ত বন্ধ না হলে ‘কঠোর’ আন্দোলন করা হবে বলে মানববন্ধনে জানান তারা।