ইউপিডিএফ নেতা মিঠুন খুনে পরিবারের মামলা

ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা হত্যার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সাধারণ সম্পাদকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 01:40 PM
Updated : 9 Jan 2018, 01:40 PM

মিঠুন খুনের এক সপ্তাহের মাথায় মঙ্গলবার খাগড়াছড়ির আমলি আদালতে মামলাটি দায়ের করেছেন তার জেঠাত ভাই অনি বিকাশ চাকমা।

গত বুধবার (৩ জানুয়ারি) খাগড়াছড়ি সদরে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে খুন হন ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা। এ ঘটনায় গত শনিবার রাতে সদর থানার এসআই মানিক বাদী হয়ে আরেকটি মামলা করেছিল।

ওই আদালতের পেশকার সুমন চক্রবর্তী বলেন, “জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে মামলা হয়েছে ।আদালত অনি বিকাশ চাকমার করা মামলাটি গ্রহণ করে খাগড়াছড়ি সদর থানার ওসি তদন্তের নির্দেশ দিয়েছেন।”

মামলায় জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে, একই দলের ছাত্র বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা, সহ-সভাপতি ও রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা, সদ্য গঠিত ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা, সদস্য সচিব শ্যামল কান্তি চাকমা জলেয়াসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে অজ্ঞাতদের আসামি করে পুলিশের করা মামলায় এখন কেউ আটক হননি।

মঙ্গলবারের মামলার ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান জানিয়েছেন, আমি এ বিষয়ে শুনেছেন। আদালতের নথি পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।