ইউপিডিএফ নেতা মিঠুন হত্যা: খাগড়াছড়িতে অবরোধের ডাক

ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার খাগড়াছড়িতে সড়ক অবরোধের ডাক দিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2018, 03:13 PM
Updated : 5 Jan 2018, 03:13 PM

শুক্রবার শহরের বটতলীতে মিঠুন চাকমার শেষকৃত্যের পর এ কথা জানান গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা।

খাগড়াছড়ি সদরে গত বুধবার ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করা হয়।

মিঠুন চাকমা (টুইটার প্রোফাইল থেকে নেওয়া)

অংগ্য মারমা বলেন, “মিঠুন চাকমাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আমরা শহরের স্বনির্ভর এলাকায় মঞ্চ করেছিলাম। আইনশৃঙ্খলা বাহিনী তা করেতে দেয়নি। এ ঘটনা এবং মিঠুন চাকমা হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সকাল সন্ধ্যা খাগড়াছড়িতে সড়ক অবরোধ পালন করা হবে।”

শেষকৃত্য সম্পন্ন

শুক্রবার সকাল থেকে মিঠুনের পরিবারের পক্ষ থেকে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করা হয়। পরে অপর্ণা চৌধুরী পাড়ায় ইউপিডিএফের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে তার মৃতদেহ বটতলী মহাশশ্মানে দাহ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপিডিএফের বান্দরবান জেলা সমন্বয়ক ছোটন তঞ্চংগ্যা, গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্য মারমা,বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস এম শাহাদাত প্রমুখ