যার ফেইসবুক স্ট্যাটাসে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে রংপুরে হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয় সেই টিটু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য ফের চার দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
Published : 18 Nov 2017, 04:21 PM
শনিবার রংপুরের বিচারিক হাকিম আরিফুল ইসলাম এ আদেশ দেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাবুল ইসলাম।
বাবুল বলেন, টিটুকে চারদিনের জিজ্ঞাসাবাদ শনিবার শেষ হয়েছে। তদন্তের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করা হয়।
“শুনানি শেষে আদালত চার দিন মঞ্জুর করে।”
টিটু রায়ের ফেইসবুক থেকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে ১০ নভেম্বর রংপুর সদরের ঠাকুরপাড়ায় হিন্দুদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে একদল লোক। এতে নয়টি হিন্দু পরিবারের ১৮টি ঘর ভস্মীভূত হয়।
এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাবিবুর রহমান (৩০) নামে একজন নিহত হন। পুলিশসহ আহত হন আরও ৩০ জন।
ঘটনার পরদিন নগরীর গঙ্গাচড়া ও কোতোয়ালি থানায় দুই হাজারের বেশি লোককে আসামি করে দুটি মামলা করে পুলিশ।
১৪ নভেম্বর পুলিশ টিটু রায়কে গ্রেপ্তার করেছে। পরে তাদে জিজ্ঞাসাবাদের জন্য তাকে চার দিনের হেফাজতে নেয়।