কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের পাঁচদিন পর মাটি খুঁড়ে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
Published : 07 Nov 2017, 03:58 PM
মঙ্গলবার নাঙ্গলকোটের ছুপুয়া গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী রকিব উদ্দিনের বাড়ির পুকুর পাড়ে মাটি খুঁড়ে তার লাশ পাওয়া যায় বলে নাঙ্গলকোট থানার ওসি মো. আইয়ুব জানান।
নিহত রাশেদ আলমের (৫৫) বাড়ি ওই গ্রামে।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গত ৩ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি রাশেদ আলম। এ ঘটনায় সোমবার একটি সাধারণ ডায়েরি করেন তার মেয়ে মুরশিদা বেগম।
“সকালে প্রতিবেশী রকিব উদ্দিনের পুকুর পাড়ে মাটির নিচ থেকে একটি হাত বের হয়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।”
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।