ত্রাণে গরু পেল জয়পুরহাটের বন্যার্তরা

জয়পুরহাট সদর উপজেলায় ঈদ উপলক্ষে বন্যাদুর্গতদের গরু দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2017, 02:44 PM
Updated : 31 August 2017, 04:07 PM

বৃহস্পতিবার দুপুরে পুরানাপৈল ইউনিয়নের হেলকুণ্ডা উচ্চবিদ্যালয় মাঠে লাইট অব লাইফ নামে শিক্ষার্থীদের সংগঠনটি আনুষ্ঠানিকভাবে একটি গরু হস্তান্তর করে।

সংগঠনের সভাপতি সেলিম সরোয়ার স্বাধীন বলেন, বন্যায় সর্বস্ব হারিয়ে অনেকেই এবার ঈদ করতে পারবে না।

“তাই আমাদের পক্ষ থেকে হেলকুণ্ডা গ্রামের বন্যাদুর্গতদের একটা গরু দেওয়া হয়েছে ঈদ উপলক্ষে। আর আগামী বছর চারটা গরু দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

সেলিম ঢাকার সেন্ট জোশেফ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সংগঠনের অন্য সদস্যরাও বিভিন্ন কলেজের শিক্ষার্থী বলে তিনি জানান।

অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা এ ই এম মাসুদ রেজা ও পুরানাপৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতসহ সাংবাদিকরা ছিলেন।

এছাড়া ভাদসা ইউনিয়নে এক অনুষ্ঠানে ষোলআনা ফাউন্ডেশন নামের একটি সংগঠ ও জামালগঞ্জ কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক পরিবারকে চাল, ডাল, আটা, তেল দেওয়া হয়।

ষোলআনার নির্বাহী পরিচালক মুরশিদা আকতার মিম, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি, ভাদসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন ছিলেন এ অনুষ্ঠানে।