নওগাঁর রাণীনগরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
Published : 17 Mar 2017, 05:06 PM
মৃত নিলুফা বেগম (২৮)উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া গ্রামের মনিরূল হাসান রনির স্ত্রী।
শুক্রবার স্থানীয়দের দেওয়া খবরে ওই গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে রাণীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
তিনি বলেন, “চাদর দিয়ে ঢাকা ও খাটের উপর চিৎ হয়ে শুয়ে থাকা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করি। রনির স্বজনরা জানিয়েছে, পারিবারিক কলহের জেরে নিলুফা বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করেছেন।
“গৃহবধূর গলায় কয়েকটি দাগ রয়েছে, তাই লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করেছি।”
ওসি মোস্তাফিজুর বলেন, নিলুফাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী দাবি করেছে। দুপুরে নিলুফার চাচা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।