খুলনার ফুলতলায় এক যুবলীগ নেতাকে হাতবোমা ও গুলি করে হত্যা করেছে অজ্ঞাতরা।
Published : 03 Feb 2017, 08:35 PM
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে বলে ফুলতলা থানার ওসি আসাদুজ্জামান জানান।
নিহত জনি মোল্লা (২৯) ফুলতলা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও উপজেলার বেজেরডাঙ্গা এলাকার ইউসুফ মোল্লার ছেলে।
ওসি আসাদুজ্জামান বলেন, রাতে রেল স্টেশনের অদূরে জনি ও তার পরিচিত কয়েকজন কথা বলছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন জনি মোল্লার ওপর গুলি ও হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কী কারণে জনি মোল্লাকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেননি ওসি।