Published : 29 Aug 2016, 07:14 PM
সোমবার দুপুরে সেনবাগ দক্ষিণ বাজার সংলগ্ন সরকারি খাদ্য গুদামে এ হামলার ঘটনা ঘটে।
আহত উপজেলা খাদ্য কর্মকর্তা দেবাশীষ চাকমা ও উপ-সহকারী খাদ্য পরিদর্শক দেলোয়ার হোসেনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাদ্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, সরকারিভাবে সেনবাগ উপজেলার নয় ইউনিয়নে হত দরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণের লক্ষ্যে ১৮ জন ডিলার নিয়োগ দেওয়ার কথা প্রশাসনের।
এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলম ও পৌর মেয়র আবু জাফর টিপুর অনুসারীদের মধ্যে বিরোধ দেখা দেয়।
সেখানে উপস্থিত থাকায় তিনি (দেবাশীষ) এগিয়ে যান। ওই সময় তাকে কিল-ঘুষি দেয় হামলাকারীরা, বলেন দেবাশীষ।
তিনি বলেন, হতদরিদ্রদের মাঝে চাল বিক্রির ডিলার নিয়োগের সম্পূর্ণ কর্তৃত্ব ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার। এনিয়ে খাদ্য বিভাগ দায়িত্বপ্রাপ্ত না হলেও তারা হামলার শিকার হয়েছেন।
সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের জেরে ডিলার নিয়োগ নিয়ে খাদ্য পরিদর্শককে মারধর করা হয়েছে। খবর পেয়ে গুদামে পুলিশ পাঠানো হয়েছে। তবে এর আগেই হামলকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
নোয়াখালীর জেলা খাদ্য কর্মকর্তা হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাল বিক্রির কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না। স্থানীয়ভাবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের আহ্বায়ক জাকারিয়া আল-মামুন বলেন, তারা নিয়োগ করা ডিলারের তালিকা চাইলে খাদ্য কর্মকর্তা বলেন উপ-সহকারী খাদ্য পরিদর্শকের কাছে, আর উপ-সহকারী খাদ্য পরিদর্শক বলেন খাদ্য কর্মকর্তার কাছে। তাই এ নিয়ে একটু হাতাহাতির ঘটনা ঘটেছে। সেটা তেমন বড় কিছু নয়।