রাজবাড়ীর পাংশা উপজেলায় ওসি হত্যামামলার খালাসপ্রাপ্ত এক আসামি আগ্নেয়াস্ত্রসহ আটক হয়েছে।
Published : 17 Aug 2016, 02:08 PM
বুধবার ভোরে উপজেলার কসবামাজাইল গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানান পাংশা থানার ওসি এসএম শাহজালাল।
আটক মো. আলী ভিম (৪৭) ওই গ্রামের আছির উদ্দিনের ছেলে।
ওসি শাহজালাল বলেন, ভিম আগ্নেয়াস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
“গত ২০০৪ সালে পাংশা থানার ওসি মিজানুর রহমান হত্যামামলায় ভিমকে ছয় বছরের কারাদণ্ডাদেশ দেয় নিম্ন আদালত। পরে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পান তিনি।”
খালাস পাওয়ার পর এলাকায় ভিমের বিরুদ্ধে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ চালানোর অভিযোগ রয়েছে বলে জানান ওসি শাহজালাল।