জামালপুরের মাদারগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতিসহ বেশ কয়েকটি মামলার এক আসামি নিহত হয়েছেন।
Published : 15 Aug 2016, 11:48 PM
সোমবার রাত সাড়ে ১০টার দিকে কোয়ালিকান্দি এলাকায় নিহত শামীম ফকির (২৭) টেঘুরিয়া এলাকার লাল মিয়ার ছেলে।
এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের দাবি। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
মাদারগঞ্জ থানার ওসি রামপদ মণ্ডল বলেন, “ডাকাতিসহ ১৪টি মামলার আসামি শামীম ফকিরকে গ্রেপ্তারের জন্য রাতে উপজেলার কোয়ালিকান্দিতে অভিযানে যায় পুলিশ।
“এ সময় শামীম তাদের লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।পরে গুলিবিদ্ধ অবস্থায় শামীমের লাশ উদ্ধার করা করা হয়।”
আহত পুলিশ সদস্যদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।