বরিশালে যুবক আটক, বইপত্র উদ্ধার

বরিশাল নগরীতে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড। তার কাছ থেকে বিভিন্ন ধর্মীয় বই ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2016, 11:48 AM
Updated : 12 August 2016, 11:48 AM

শুক্রবার সকালে কীর্তনখোলা নদীর তীরবর্তী কোস্ট গার্ড জেটি এলাকা থেকে মো. ফরহাদ হোসেনকে (১৮) আটক করা হয়।

ওই সময় তার কাছ থেকে বিভিন্ন ধর্মীয় বই, চরমোনাই পীরের বই, মুজাহিদ কমিটির তালিকা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সদস্য ফরম পাওয়া যায় বলে কোস্ট গার্ড জানিয়েছে।

বরিশাল কোস্ট গার্ড কর্মচারী সফিকুল ইসলাম বলেন, তার কাছে দুটি জন্ম নিবন্ধন সনদও পাওয়া গেছে।

“একটি সনদ বরিশালের হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়ন পরিষদ এবং অপরটি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু করা।

“দুই জন্ম নিবন্ধন সনদে ফরহাদ হোসেনের নাম ঠিক থাকলেও বাবা-মার নামে মিল নেই।”

তিনি বলেন, ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুরুজ মিয়া স্বাক্ষরিত জন্ম নিবন্ধন সনদ ইস্যু হয়েছে চলতি বছরের ১২ জুলাই।

“সেখানে বাবা ও মার নাম যথাক্রমে আমির খাঁ কুড়া গ্রামের মো. সাখাওয়াত হোসেন ও ফাতেমা বেগম উল্লেখ করা হয়েছে। জন্ম তারিখ লেখা হয়েছে ১৯৯৮ সালের ৬ এপ্রিল।”

হিজলার ধূলখোলা ইউনিয়ন পষিদ থেকে ২০১৩ সালের ১৪ অগাস্ট ইস্যু করা জন্ম নিবন্ধন সনদে জন্ম তারিখ ১৯৯৮ সালের ১ জুন লেখা হয়েছে বলে জানান সফিকুল।

“ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন স্বাক্ষরিত নিবন্ধনে পালপাড়া গ্রামের হাকিম ডালী ও তাছলিমা বেগম দম্পতির সন্তান লেখা হয় ফরহাদ হোসেনকে।”

তিনি আরও বলেন, সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে বিভিন্ন ধর্মীয় বই ও কাগজপত্র উদ্ধার হয়েছে।

“ঊর্ধ্বতন কর্তকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। তাই এ বিষয়ে এখন কিছু বিস্তারিত বলা যাচ্ছে না।”