জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মা ও বোনের বিরুদ্ধে।
Published : 12 Jun 2016, 09:01 PM
রোববার বিকালে মোসলেমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে বলে মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহনেওয়াজ জানান।
নিহত লানজু শেখ ওই গ্রামের লালু শেখের ছেলে।
এ ঘটনায় লানজুর মা বেদেনা বেগম ও বোন লিখাকে আটক করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, বাড়ির আঙিনায় পানি জমে থাকা নিয়ে মা ও বোনের সঙ্গে বাকবিতণ্ডা হয় লানজুর। এ নিয়ে বাবা লালু শেখ, মা বেদেনা বেগম ও বোন লিখা পিটিয়ে হত্যা করে তাকে।
“খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং মা বেদনা বেগম ও বোন লিখাকে আটক করেছে।”
ঘটনার পর থেকে লালু শেখ পলাতক রয়েছেন বলে জানান তিনি।