জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর দুই ছাত্রের লাশ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ, যারা চাচা-ভাতিজা।
Published : 19 May 2016, 09:25 PM
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গুলাবাড়ী এলাকার একটি পাটক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে মাদারগঞ্জ থানার ওসি রামপদ মন্ডল জানান।
নিহতরা হলেন আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের আব্দুস সালাম দফাদারের ছেলে মো. মোহর (১৮) ও নাতি স্বপন মিয়া (১৬)।
মোহর মাদারগঞ্জ মির্জা আজম কলেজের একাদশ শ্রেণির কারিগরি শাখার এবং স্বপন সানাইবান্দা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল বলে জানান ওসি।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাত ৯টার দিকে বন্ধুরা চাচা-ভাতিজাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল।
“বৃহস্পতিবার সন্ধ্যায় গুলাবাড়ী এলাকার একটি পাটক্ষেতে তাদের মৃতদেহ পাওয়া যায়।”
তাদের হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তা রামপদ।