কুমিল্লা নাঙ্গলকোটে গলায় ফাঁস দেওয়া এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
Published : 09 Apr 2016, 03:03 PM
শুক্রবার রাতে উপজেলার বেতাগাও গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন।
নিহত মনসুর আলম (১০) ওই এলাকা মনু মিয়ার ছেলে। স্থানীয় তিলিপ মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে।
ওসি বলেন, “শিশুটি গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে বলে পরিবার দাবি করছে। সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।”
প্রত্যদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির ছাদে আলমের গলায় ফাঁস দেওয়া লাশ পাওয়া যায়। লাশ দাফনের প্রস্তুতির সময় স্থানীয়রা থানায় খবর দেয়। পরে রাত পৌনে ১২টায় আলমমের লাশ উদ্ধার করে পুলিশ।
শনিবার সকালে ময়নাতদন্ত জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “শিশুটির গলায় ফাসেঁর চিহৃ রয়েছে। তবে শরীরের অন্য কোথাও আঘাতের কোনো চিহৃ নাই। তাকে রশিতে ঝুলিয়ে কেউ হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।