আইনি বাধা না থাকায় আগামী ১১ এপ্রিল রাজিবপুর উপজেলার স্থগিতকৃত তিনটি ইউনিয়নের দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Published : 04 Apr 2016, 11:33 PM
ইউনিয়ন দুটি হচ্ছে কোদালকাটি ও রাজিবপুর সদর ইউনিয়ন।
সোমবার বিকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল কুদ্দুছ সরকার এ তথ্য জানান।
আব্দুল কুদ্দুছ সরকার বলেন, ‘এ পর্যন্ত উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে কোদালকাটি ও রাজিবপুর সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্দেশনা পেয়েছি।’
নির্দেশনামতে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
দ্বিতীয় ধাপে গত বৃহস্পতিবার উপজেলার এ তিনটি ইউনিয়নে নির্বাচনের কথা থাকলেও সীমানা নির্ধারণের বিষয়ে উচ্চ আদালতে মামলা করায় ১৩ মার্চ তা স্থগিত হয়ে যায়। পরে আপিল বিভাগে আপিল করলে গত ২৪ মার্চ আদালত দুটি ইউনিয়নের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়।
এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালক-২ উপসচিব মো. শামসুল আলম স্বাক্ষরিত এক পত্রে রাজিবপুর সদর ও কোদালকাটি ইউনিয়নের নির্বাচন করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন।