কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচনের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে হাই কোর্ট; ফলে আগামী ৩১ মার্চ সেখানে ভোট গ্রহণে বাধা থাকল না।
Published : 24 Mar 2016, 03:28 PM
এর আগে সীমানা জটিলতার নিস্পত্তি না হওয়া পর্যন্ত গত ১৩ মার্চ নির্বাচন স্থগিত করে রুল জারি করে হাই কোর্ট। পূর্বনির্ধারিত তারিখ ছিল ৩১ মার্চ।
স্থগিতাদেশ বাতিল ও নির্ধারিত তারিখে নির্বাচন চেয়ে আপিল করার পর বৃহস্পতিবার হাই কোর্ট স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহারের কথা শুনেছি। কিন্তু কোনো কাগজ হাতে পৌঁছেনি।
“নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা আসবে সেই মোতাবেক আমরা কাজ করব।”
এর আগে মোহনগঞ্জ ইউনিয়নের পক্ষে বাদশা মিয়া, রাজিবপুর ইউনিয়নের পক্ষে আক্তারুজ্জামান এবং কোদালকাটি ইউনিয়নের পক্ষে রুহুল আমিন সীমানা বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত ভোট স্থগিত চেয়ে হাই কোর্টে ৩টি রিট করেন। এরই প্রেক্ষিতে গত ১৩ মার্চ নির্বাচন স্থগিত করার আদেশ দেয় হাই কোর্ট।