কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেয়াবাদ ইউনিয়নে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।
Published : 22 Mar 2016, 01:57 PM
মঙ্গলবার সকালে বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
আহত সোহেল আহম্মেদ (২৫) ও ইসমাইল (২৮) ঘোষঘর এলাকার বাসিন্দা। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া সংঘর্ষের পর ধানি ইউনিয়নে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহফুজ রহমান জানান, সকাল সাড়ে ১০টায় বহিরাগতরা কেন্দ্রে প্রবেশ করে ব্যালেট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের মারধর করে। পরে আইনশৃঙ্খলাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
“এরপর এ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়।”
কোতোয়ালি মডেল থানার এসআই শহিদ জানান, ফতেয়াবাদ ইউনিয়নের সদস্য পদপ্রার্থী কবির হোসেন ও বিল্লাল হোসেনের সমর্থকের মধ্যে গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।
পরে অতিরিক্ত র্যাব, পুলিশ, বিজিবি সদস্য, স্ট্রাইকিং ফোর্সসহ ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
এ কারণে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয় বলেও জানান এসআই শহিদ।
এদিকে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সর্থকদের সংঘর্ষের দুপুরে ধানি ইউনিয়নের খিরাইকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম একথা জানান।