ডাম্প ট্রাক থেকে খোয়া-বালুর মিশ্রণ ফেলার সময়ই যুবক তার নিচে চাপা পড়েছিলেন বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।
Published : 26 Mar 2024, 03:19 PM
গাজীপুরে বিআরটি প্রকল্পের নির্মাণ কাজের জন্য রাখা খোয়া-বালুর মিশ্রণের স্তূপ থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভোগড়া বাইপাস এলাকায় উড়াল সেতুর নির্মাণে জড়িত শ্রমিকরা কাজ করতে গিয়ে লাশটি দেখতে পান বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম।
আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর বয়সী নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, বিআরটি প্রকল্পের ফ্লাইওভার নির্মাণ কাজের জন্য প্রতিদিনই খোয়া-বালুর মিশ্রণ এনে ফ্লাইওভারের নিচে রাখা হয়। সোমবার রাতেও এমন খোয়া-বালু এনে রাখা হয়েছিল।
পরিদর্শক রফিকুল বলেন, মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজ করতে গেলে ওই বালু-খোয়ার স্তূপ থেকে যুবকের লাশ বেরিয়ে আসে। শ্রমিকরা ভয় পেয়ে আশপাশের লোকজনকে জানায়। খবর পেয়ে পুলিশকে এসে লাশ উদ্ধার করে।
বাসন থানার এসআই মোহাম্দ আলী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- যুবকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন, রাতে ডাম্প ট্রাক থেকে খোয়া-বালু ফেলার সময়ই কোনোভাবে তার নিচে চাপা পড়েছিলেন তিনি।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।