চিকিৎসার পর গন্ধগোকুলকে অবমুক্ত করা হবে বলে জানান বনবিভাগের কর্মকর্তা।
Published : 13 Feb 2024, 10:46 PM
জামালপুর বিসিক শিল্প নগরী থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শিল্প নগরীর শ্রমিকরা বন্যপ্রাণিটি আটকে বনবিভাগে খবর দেয়। পরে বনবিভাগ গিয়ে সেটি উদ্ধার করে।
বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান মিলন বলেন, “প্রাণিটি দেখতে পেয়ে শ্রমিকরা প্রথমে আতঙ্কিত হন। পরে তারা সেটি ধরে বেঁধে রাখেন। খবর পেয়ে জামালপুর বনবিভাগ প্রাণিটি উদ্ধার করে।”
জামালপুর সামাজিক বনায়ন প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, “উদ্ধার করা প্রাণিটি গন্ধগোকুল। রশি দিয়ে বেঁধে রাখায় অসুস্থ হয়েছে প্রাণিটি।”
চিকিৎসার পর গন্ধগোকুলকে বনে অবমুক্ত করা হবে বলে জানান করিম।