Published : 30 Jan 2024, 03:24 PM
দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে টাঙ্গাইলে বিএনপির বের করা কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বেপারী পাড়া থেকে মিছিল বের করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
মিছিলটি কিছুদূর অতিক্রম করে শান্তিকুঞ্জ মোড়ের সামনে গেলে পুলিশি বাধার মুখে পড়ে দলটির নেতাকর্মীরা। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় কর্মসূচি।
এ সময় বিএনপি নেতাকর্মীরা ‘অবৈধ নির্বাচন মানি না, বাতিল কর’, ‘ডামি নির্বাচন মানি না, মানব না’, ‘ডামি সরকার চাই না, পদত্যাগ কর’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, “পুলিশ আমাদের শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে এবং সমাবেশ সংক্ষিপ্ত করতে বাধ্য করেছে।
“দেশে যে গণতন্ত্র নেই, পুলিশের এই আচরণ তার প্রমাণ। আমরা এ ঘটনার তীব্র নিদ্রা ও প্রতিবাদ জানাই।”
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, “বিএনপি মিছিল ও সমাবেশ করার জন্য লিখিত কোনো অনুমতি নেয়নি। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে বিএনপির মিছিল শহরে প্রবেশ করতে দেয়া হয়নি।”
সমাবেশে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক কাজী শফিকুল ইসলাম লিটন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহীদুল ইসলাম বাবু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালে মোহাম্মদ সাফি ইথেনসহ জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর থানা বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।