এক মাস আগে সাগর মালয়েশিয়া যান; সেখান থেকে শ্রীলঙ্কা হয়ে ২ মার্চ দেশে ফিরে রাজধানীর সৌদিয়া হোটেলে ওঠেন বলে জানান এক স্বজন।
Published : 06 Mar 2025, 04:41 PM
ঢাকার শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুনে নিহত চারজনের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা।
ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার বেলা ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী।
নিহত এমদাদ সাগর (৩২) বিজয়নগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার ইছাপুরা ইউনিয়নের প্রয়াত জারু মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। এ ছাড়া সাগরের নামে মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে সোমবার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর শাহজাদপুরে বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউয়ে সৌদিয়া আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চারজন নিহত হন বলে জানায় ফায়ার সার্ভিস।
ওসি রওশন আলী বলেন, রাজধানীর গুলশান থানা থেকে পাসপোর্টের ছবি পাঠানোর পর ঠিকানায় গিয়ে নিহত সাগরের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি তিনি।
সাগরের মামাতো ভাই লিটন মুন্সি বলেন, এক মাস আগে সাগর মালয়েশিয়ায় যান। সেখান থেকে শ্রীলঙ্কা হয়ে ২ মার্চ দেশে ফিরে সৌদিয়া হোটেলে ওঠেন তিনি। পরদিন হোটেলে আগুন লাগলে আহত অবস্থায় সাগরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার গুলশান থানা থেকে সাগরের মৃত্যুর বিষয়টি জানানো হয়।
বাড়ির কেউ জানতো না সাগর হাসপাতালে ভর্তি ছিল; পুলিশ জানানোর পর তারা মৃত্যুর খবর পেয়েছেন বলে জানান লিটন মুন্সি।
ঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪
রাজধানীর গুলশান থানার এসআই মো. জাহিদ মোবাইল ফোনে বলেন, ঘটনার দিন নিহত সাগরের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে হোটেলে ব্যাগ থেকে পাওয়া পাসপোর্ট দেখে সাগরের পরিচয় শনাক্ত করা হয়।
এর আগে সোমবার শাহজাদপুরের ছয়তলা ভবনের সৌদিয়া আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় ভবনের ভেতরে থাকা অনেকে কাঁচের দেয়াল ভেঙে লাফিয়ে নিচে নামেন। প্রাণ বাঁচাতে ছাদে যাওয়ার চেষ্টা করছিলেন তিনজন। কিন্তু গেইট তালাবদ্ধ থাকায় তারা সেখানেই পড়ে মারা যান। আরেকজনের লাশ পাওয়া যায় এক কক্ষের শৌচাগারে। নিহতদের চারজনই পুরুষ।