আটক আল আমিন কলমাকান্দা থানার কনস্টেবল।
Published : 18 Nov 2024, 12:16 AM
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে আটক করেছে পুলিশ। এ সময় আরো এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার ভোরে উপজেলার খাসপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নেত্রকোণায় অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানান।
আটকরা হলেন- কলমাকান্দা থানার কনস্টেবল আল আমিন (৩০)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। আর আব্দুল আলিম (৪৫) কলমাকান্দা উপজেলার ধইরাকনা গ্রামের বাসিন্দা।
সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেজর জিসানুল হায়দার বলেন, গোপন সংবাদে ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। এ সময় ২৫০টি ভারতীয় কম্বল, একটি মোবাইল ও দুইটি সিম উদ্ধার করা হয়।
পরে পুলিশ সুপারের সঙ্গে সমন্বয় করে তাদের নেত্রকোণা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নেত্রকোণা সদর মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, “সেনা সদস্যরা কনস্টেবল আল আমিনকে থানায় হস্তান্তর করে। কিন্তু থানায় কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় পুলিশ সুপারের নির্দেশে তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।”