আসলাম ও আনোয়ার হোসেনের বাড়ির গোয়ালঘরে চুরি করা গরু তিনটি পাওয়া যায়।
Published : 31 Oct 2023, 09:43 AM
জামালপুরে গোয়ালে চুরি করা গরু পাওয়ায় ছাত্রলীগের সাবেক নেতাসহ দুই সহোদরকে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার রাতে জামালপুর সদরের মোহনপুর বেপারীপাড়ায় এ ঘটনার পর তাদের বিরুদ্ধে ভুক্তভোগী কৃষক মামলা করেছেন বলে জানিয়েছেন সদর থানা ওসি কাজী শাহনেওয়াজ।
আটকরা হচ্ছেন- মোহনপুর বেপারীপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আসলাম হোসেন (৩৭) ও তার বড় ভাই আনোয়ার হোসেন (৫০)। তাদের গরুর খামার আছে।
জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বী জানান, আসলাম হোসেন তিন বছর আগে বাঁশচড়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সদরের ঘোড়ারকান্দা এলাকার কৃষক ছোরহাব আলীর অভিযোগ, ১৫ অক্টোবর তার একটি ষাঁড় ও একটি গাভী চুরি হয়। একই রাতে ওই এলাকা থেকে কৃষক আবুল কালামেরও একটি গরু চুরি হয়।
“খোঁজাখুঁজির পর আসলাম ও আনোয়ার হোসেনের বাড়ির গোয়ালঘরে গরু তিনটি পাওয়া যায়। এ সময় শতশত বিক্ষুব্ধ জনতা ওই বাড়ি ঘেরাও এবং ভাঙচুর করে। এ সময় জনতা তাদের দুই ভাইকে গরুসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ”
ওসি শাহনেওয়াজ জানান, এ ঘটনায় কৃষক ছোরহাব আলী বাদী হয়ে সোমবার রাতে মামলা দায়ের করেছেন।