মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
Published : 16 Jun 2024, 08:13 PM
সিলেটের বিয়ানীবাজারে ট্রাকচালককে জিম্মি করে প্রায় দেড় টন চিনি লুটের অভিযোগে করা মামলায় উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে বিয়ানীবাজার পৌর এলাকার নিদনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর।
গ্রেপ্তার জাহিদুল হক তাহমিদ ওই গ্রামের নুরুল হকের ছেলে।
পুলিশ জানায়, গত ৮ জুন বিয়ানীবাজার সড়কের চারখাই এলাকা থেকে ট্রাকচালককে জিম্মি করে প্রায় দেড় টন চিনি লুট হয়। ওই চিনির মালিক বদরুল ইসলাম বিয়ানীবাজার মামলা করেন।
মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
ওসি জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আদালতে আসামির রিমান্ডের আবেদন করবে। লুট হওয়া চিনি উদ্ধার ও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, চিনি লুটের ঘটনায় শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক পত্রে বিয়ানীবাজার উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।