শুধু জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি পদে বৃহস্পতিবার ভোট শেষে বিকালে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিবাচন কমিশনার আব্দুর রশিদ-১।
Published : 30 Jan 2025, 08:41 PM
নওগাঁ জেলা আইনজীবী সমিতির ১৫টি পদের মধ্যে ১৩টি পদেই জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
শুধু জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি পদে বৃহস্পতিবার ভোট শেষে বিকালে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিবাচন কমিশনার আব্দুর রশিদ-১।
জেলা বারের নতুন নেতারা হলেন- সভাপতি এম এইচ এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শওকত ইলিয়াস কবির, জ্যেষ্ঠ সহসভাপতি মো. নজমুল ইসলাম কবিরাজ, সহসভাপতি দেওয়ান মাহবুব আলী, সহসাধারণ সম্পাদক (প্রশাসন) মো. রেজাউল করিম-১, সহসাধারণ সম্পাদক (লাইব্রেরি) আবু বকর সিদ্দিক, সহসাধারণ সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি) সাব্বির আহমেদ; কার্যকরী সদস্য এস এম সারোয়ার হোসেন, মো. মাহফুজ আলম খান, মো. জহুরুল ইসলাম-২, নুশরাত ই আলম কেয়া, মো. আল-আমিন, এস এম জোবায়ের, মো. তারেক হুসাইন ও সাজেদুল রহমান-৩।
নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল ২০ জানুয়ারি, ২১ জানুয়ারি যাচাই-বাছাই, ২৫ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নিবাচনে ১৫ পদে মোট ২৩ জন মনোয়নয়ন জমা দেন। ভোটার সংখ্যা ৪৪১ জন।
বৃহস্পতিবার সকাল থেকে আইনজীবী সমিতি ভবনে সহসভাপতির দুই পদে ভোট গ্রহণ শেষে বিকালে ফলাফল ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়
সিরাজগঞ্জ বারে বিএনপি-জামায়াত বিনা ভোটে জয়ী, বাধার অভিযোগ
ভোলা আইনজীবী সমিতি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি প্যানেল জয়ী
চাঁদপুর আইনজীবী সমিতিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপিপন্থিরা
বগুড়া আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী বিএনপি