বুধবার যাচাই-বাছাই শেষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বৃহস্পতিবার বিকালে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
Published : 23 Jan 2025, 07:30 PM
ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে।
এক বছর মেয়াদী ওই কমিটিতে আইনজীবী মো. ফরিদুর রহমান সভাপতি ও মো. আমিরুল ইসলাম বাছেত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি মো. ইউসুফ ও মো. ফিরোজ কিবরিয়া, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ তোয়াহা ও এসএম মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. মাহাবুবুর রহমান, ধর্ম ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. আদিল মাহমুদ, পাঠাগার সম্পাদক মিজানুর রহমান খান ও শাহ মো. আহসান উল্যাহ সুমন এবং সদস্য নির্বাচিত হয়েছেন মো. মাহবুব আলম মাহাবুব, মো. ফরিদুল ইসলাম, রাজিব হাওলাদার ও মো. আলমগীর নবিন।
নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার পর ২২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার মো. মোজাম্মেল হক বৃহস্পতিবার বিকালে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়ে ভোলা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছেত বলেন, “কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না এলে আমাদের কী করার আছে?”
তবে এ নিয়ে আওয়ামী আইনজীবী পরিষদের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।