‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী এসব বিয়েতে মোহরানা ধার্য্য করা হয় দেড়শ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ।
Published : 16 Feb 2025, 01:23 AM
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে টঙ্গীর তুরাগ তীরের ময়দানে ৯টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এসব বিয়ে পড়ান তাবলীগ জামাতের ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ।
ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শনিবার বাদ আসর বয়ান মঞ্চ থেকেই এ বিয়ে পড়ানো হয় বলে জানিয়েছেন মাওলানা সাদের অনুসারি তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।
তিনি জানান, রেওয়াজ অনুযায়ি শনিবার সকাল থেকেই বয়ান মঞ্চের মিম্বরের কামরার পাশে যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামের তালিকাভুক্তির কাজ শুরু হয় এবং তা চলে আসর নামাজের আগ পর্যন্ত।
একটি রেজিস্ট্রারে নাম তালিকাভুক্তির পর হবু দম্পতির লোকজনদের কাছে একটি করে সিরিয়ালের টোকেন দেয়া হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর বাদ আসর পড়ানো হয় বিয়ে।
মিডিয়া সমন্বয়ক সায়েম জানান, শনিবার যৌতুকবিহীন এসব বিয়ের পাত্ররা হলেন- মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফজলে রাব্বি, নূর হোসেন সানি, মাফিন খান, গোলাম মোস্তফা, নাঈমুর রহমান, মোহাম্মদ শামীম, মো. সাজ্জাদ হোসেন ও সজিব খান।
এ বিয়ের নিয়ম অনুযায়ী কনের অনুপস্থিতিতে বর-কনের অভিভাবক এবং বর সশরীরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। বিয়ের আগে বর-কনের উদ্দেশ্যে বয়ান দেয়া হয়।
বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। পরে অভিভাবকরা বয়ান মঞ্চের আশে-পাশে উপস্থিত মানুষদের মধ্যে খেজুর বিতরণ করেন।
সায়েম আরও জানান, ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী এসব বিয়েতে মোহরানা ধার্য্য করা হয় দেড়শ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ।