বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
Published : 05 Mar 2025, 03:03 PM
ক্ষমতার বিকেন্দ্রীকরণসহ তিন দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
অবরোধের সময় শিক্ষার্থীরা ‘ঢাকা না রংপুর, রংপুর, রংপুর’; ‘ঢাকা না কুমিল্লা, কুমিল্লা, কুমিল্লা’; ‘ঢাকা না রাজশাহী, রাজশাহী, রাজশাহী’; ‘ঢাবি না রাবি, রাবি, রাবি’, বলে স্লোগান দেন।
পরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তিন দফা দাবি তুলে ধরেন।
তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ ও মাদ্রাসাসহ সকল স্টেক হোল্ডারদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
“সংস্কার কমিশন ইউজিসি, পিএসসিসহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং বিকেন্দ্রীকরণ বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করতে হবে।”
অন্তর্বর্তী সরকারকে তিন দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, তাদের এই দাবি ও আন্দোলনে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমর্থন ও অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে অনুষ্ঠিত হবে; তাই জনদুর্ভোগ না বাড়াতে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন তারা। তবে সন্ধ্যা ৭টায় ক্যাম্পসের দোয়েল চত্বর থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
রাজশাহী রেল বিভাগ জানিয়েছে, দুপুর ২টার আগে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কিংবা ছেড়ে আসার কোনো ট্রেন নেই। তার আগে অবরোধ শেষ হলে কোনও প্রতিবন্ধকতা হবে না।
আরও পড়ুন
ঢাকা কেন্দ্রীকতা বন্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ