মহি উদ্দিন সোহাগ দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
Published : 07 Jan 2025, 10:26 PM
কৃষকের জমি জোরপূর্বক দখলের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক নেতাকে সাময়িক বহিষ্কার করেছে যুবদল।
মঙ্গলবার জেলা যুবদলের সদস্য শামসুল আহসান মামুন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত মহি উদ্দিন সোহাগ উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা-ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ড করায় জেলা কমিটির আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্যসচিব আব্দুল আলিম হুমায়ুন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাশিদুল হাসান লিংকন এ সিদ্ধান্ত কার্যকর করেন।
যুবদল নেতা শামছুল আহসান মামুন বলেন, “জেলা কমিটির জরুরি সভায় মহি উদ্দিন সোহাগকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়।”
তবে অভিযোগ অস্বীকার করে মহি উদ্দিন সোহাগ বলেন, “দখল করতে নয়, নিজেদের জমি উদ্ধার করতে আমি চরে গিয়েছি। আর বহিষ্কারের বিষয়টি আমার জানা নেই।”