বাসন থানার ওসি আবু সিদ্দিককে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
Published : 03 Nov 2023, 07:43 AM
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার থানার ওসি পদে রদবদল করা হয়েছে; এক থানার ওসিকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার জিএমপি কমিশনার মাহবুব আলমের সই করা আদেশে এ রদবদল করা হয়।
জিএমপির সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাসন থানার ওসি আবু সিদ্দিককে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলমকে গাছা থানায় ও গাছার ওসি মো. ইব্রাহিমকে বাসন থানায় বদলি করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন।
পূবাইল থানার ওসি শফিকুল ইসলামকে গোয়েন্দা (উত্তর) বিভাগে পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় নিয়োগ পেয়েছেন গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক মো. কামরুজ্জামান।