স্থানীয়রা বলছে, পুলিশের বাধা উপেক্ষা করে থানার সামনের গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা।
Published : 12 Feb 2025, 04:42 PM
মুন্সীগঞ্জে স্কুলছাত্র রোমান শেখের সন্ধানের দাবিতে করা মানববন্ধন থেকে সিরাজদিখান থানায় ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মোড়ে এ ঘটনা ঘটে বলে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার জানান।
স্থানীয়রা বলছে, সিরাজদিখানের থৈরগাঁও গ্রামের স্কুলছাত্র ও মিশুক চালক রোমান শেখ ২১ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের দাবিতে ছাত্র-জনতা সিরাজদিখান উপজেলা মোড়ে বেলা ১১টার দিকে মানববন্ধন করে। সেখান থেকে মিছিল নিয়ে থানায় আসে তারা। এক পর্যায়ে থানায় হামলা চালিয়ে তারা ব্যাপক ভাঙচুর করে। পুলিশের বাধা উপেক্ষা করে থানার সামনের থাকা গাড়িও ভাঙচুর করে তারা।
নিখোঁজ রোমান শেখ জেলার সিরাজদিখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে। ২৩ দিনও তাকে উদ্ধার করতে না পারায় মানববন্ধনকারীরা ক্ষোভ প্রকাশ করে।
ইউএনও বলেন, “ঘটনার কারণ উদঘাটন এবং পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা চলছে।”
পুলিশ সুপার এবং সেনাবাহিনী ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।