বিশ্ববিদ্যালয়টির অন্যতম সমন্বয়ক আল জকি হোসেন বলেন, এখনো উপ উপাচার্য ও রেজিস্ট্রার রয়ে গেছেন। তাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত থাকবে।”
Published : 20 Aug 2024, 10:37 PM
পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিদার উল আলম।
মঙ্গলবার সকালে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে ই-মেইলে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জানান।
পদত্যাগের বিষয়ে জানতে ফোন দিলেও উপাচার্য দিদার উল আলমকে পাওয়া যায়নি।
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা উপাচার্য দিদার উল আলম, উপ উপাচার্য মোহাম্মদ আব্দুল বাকি, ট্রেজারার নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও রেজিস্ট্রার জসিম উদ্দিনের পদত্যাগের দাবি তোলেন।
তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিতও ঘোষণা করেন শিক্ষার্থীরা।
এর মধ্যে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ট্রেজারার পদত্যাগ করলেও অন্যরা ছিলেন।
এ অবস্থায় রোববার পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। এর দুদিন পর তার পদত্যাগের খবর এল।
তবে এখন পর্যন্ত উপ উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের কোনো খবর আসেনি।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়টির অন্যতম সমন্বয়ক আল জকি হোসেন বলেন, “উপাচার্য পদত্যাগের বিষয়টি শোনা গেলেও এখনো উপ উপাচার্য ও রেজিস্ট্রার পদত্যাগ করেননি। তারা না সরা পর্যন্ত শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত থাকবে।”