সিরাজগঞ্জে মারধরে বৃদ্ধার মৃত্যু, ছেলে গ্রেপ্তার

মহাসড়কে গাড়ি চাপায় শরিফুলের একটি ছাগলের বাচ্চা মারা যায়। এর জের ধরে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2023, 07:08 AM
Updated : 8 March 2023, 07:08 AM

সিরাজগঞ্জের সলংগায় ছেলের মারধরে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ  পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে সলংগা থানার নাইমুড়ি গ্রামে এ ঘটনার পর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি শহিদুল ইসলাম।

নিহত ৬০ বছরের নারী চায়না খাতুন ওই গ্রামের মৃত আলহাজ্ব আলীর স্ত্রী। তার ছেলের নাম শরিফুল ইসলাম।

ওসি শহিদুল জানান, মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে গাড়ি চাপায় শরিফুল ইসলামের একটি ছাগলের বাচ্চা মারা যায়। এর জের ধরে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

“একপর্যায়ে শরিফুল তার মা চায়না খাতুনকে মারধর করে। এরপর আহত চায়না খাতুনকে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলে রাত ১০টার দিকে তিনি মারা যান।”

খবর পেয়ে রাতেই শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মেয়ে হাসি খাতুন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।