বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত সোনাডাঙ্গা বাস টার্মিনাল অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
Published : 05 Dec 2024, 12:18 AM
খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করার অভিযোগে সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত টার্মিনাল অবরোধ করে রাখেন তারা। পরে ঘটনার সঙ্গে জড়িত পরিবহন শ্রমিকদের গ্রেপ্তারে সময়সীমা বেঁধে দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
এর আগে পরিবহনশ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে কয়েক থাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে বলে জানান সোনাডাঙ্গা থানার পরিদর্শক হাওলাদার সানওয়ার মাসুম।
টার্মিনাল অবরোধের কারণে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক সেনাবাহিনী, নৌবাহিনীর ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ পরিদর্শক মাসুম বলেন, রাজিব পরিবহনে করে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ক্যাম্পাসে আসছিলেন। পথে বাসের স্টাফরা তাকে বসার আসন দেননি। পরে তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে না নামিয়ে টার্মিনালে নিয়ে মারধর করা হয়।
এমন খবর পেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাকে ছাড়িয়ে নিতে টার্মিনালে গেলে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মুহিবুল্লাহ বলেন, গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের একটি বাসে করে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুলনায় আসছিলেন। পথে ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত করেন বাসশ্রমিকরা।
বিষয়টি অন্যদের জানালে বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী নগরের সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে বাসশ্রমিকদের মারধরের কারণ জিজ্ঞাসা করেন। এ সময় বাসশ্রমিকরা ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে কয়েকজন আহত হন।
তিনি বলেন, খবর পেয়ে আরও শিক্ষার্থী জড়ো হয়ে বাস টার্মিনালের সামনে গিয়ে শ্রমিকদের ধাওয়া দেয়। এ সময় পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা বাস টার্মিনাল মোড় দখলে নিয়ে তা অবরোধ করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে বলে জানিয়েছেন বাসশ্রমিকরা।