পারিবারিক বিরোধের জেরে এ ঘটনার ঘটে, বলছে পুলিশ।
Published : 21 Apr 2025, 12:05 AM
নেত্রকোণার আটপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার পিটুনিতে ইউনিয়ন আওয়ামী লীগের একজন নেতার মৃত্যু হয়েছে।
নিহত কাউসার ইমরান বাবুল (৫৫) উপজেলার তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি ওই ইউনিয়নের ইকুরাটিয়া গ্রামের বাসিন্দা।
রোববার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান আটপাড়া থানার ওসি আশ্রাফ হোসেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চাচা বাবুলের সঙ্গে তার ছোট ভাইয়ের ছেলে বাপ্পীর পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে রাতে বাড়িতে চাচাকে পিটিয়ে গুরুতর আহত করে ভাতিজা। গুরুতর বাবুল ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা বলেন, নিহত বাবুলের ছোট ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল প্রায় আড়াইমাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যান।
রাত পৌনে ১১টার দিকে ওসি আশ্রাফ বলেন, লাশ উদ্ধারসহ সুরতহাল প্রতিবেদন তৈরি কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।